Find Us OIn Facebook

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবিতে চলছে বিক্ষোভ সমাবেশ। শনিবার দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হয়েছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবির এ সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলটির কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেবেন।

জানা গেছে, আজকের বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হবে। এর আগে বুধবার রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। সূত্রঃ বিডি প্রতিদিন

Post a Comment

Previous Post Next Post