১৩ ই মে শনিবার ২০২৩ রাত ৯টা ৩০ মিনিটের আবহাওয়ার পূর্বাভাসে বলা যাচ্ছে যে,
দক্ষিন মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় "মোখা" তার শক্তি বৃদ্ধি করে ক্যাটাগরি ২ ধারন করেছে! যা বাতাসের বর্তমান গতিবেগ ১৩০+ ধারনা করা হচ্ছে যে এটি ক্রমান্বয়ে আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৪ সম্পন্ন হতে পারে! আঘাত করার সময় ঘূর্নিঝড় "মোখা" গতিবেগ হতে পারে ২০০+ কিঃমিঃ(প্রতিঘন্টায়)
এবার আসা যাক আসল কথায়...
আবহাওয়া মাত্রই পরিবর্তনশীল তবে বঙ্গোপসাগরে যে ঘূর্নিঝড় "মোখা" সৃষ্টি হয়েছে বর্তমান পরিস্থিতি বা পরিবেশ তাতে ঘূর্নিঝড় "মোচা" এর রূপ শক্তিশালী হওয়ার প্রবল সম্ভাবনা! যা সুপার সাইক্লোন পর্যন্ত রূপ ধারন করতে পারে!
গতিপথঃ যদি ঘূর্ণিঝড় "মোখা" বর্তমান পরিস্থিতি কিছুটা উত্তর -উত্তর দিকে অগ্রসর হচ্ছে পরবর্তিতে উত্তর -পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
ল্যান্ডফল বা আঘাত করার সম্ভাব্য সময় ও স্থানঃ আগামী ১৪ই মে রবিবার ২০২৩ বিকাল থেকে রাত নাগাদ বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রাম,বরিশাল উপকূল ও বার্মা বা মায়ানমার উপকূল।
দক্ষিন মধ্য বঙ্গোপসাগর এখন প্রচুর উত্তাল রয়েছে তাই সমস্ত নৌযান বা মাছ ধরার ট্রলারকে গভীর সমুদ্রে বিচরন থেকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ রইলো পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হলো।
সতর্ক সংকেতঃ সরকারি পূর্বাভাস মতে মংলা সমুদ্র বন্দর ৪ বাকি সব সমুদ্র বন্দর ৮ নং বিপদ সংকেত! হয়তো সময়ের সাথে বৃদ্ধি পেতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবঃ ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৩ ই মে ২০২৩ শনিবার থেকে বাংলাদেশের বরিশাল,মংলা,চট্টগ্রাম উপকূলে মেঘাচ্ছন্ন সহ বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সময়ের সাথে সাথে ঝড় বজ্রপাত ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত চলতে পারে!
নোটঃ নিয়মিত সরকারি আবহাওয়ার পূর্বাভাস জানার চেষ্টা করুন। কেউ গুজবে কান দিবেন না,কেউ গুজব ছড়াবেনও না।
আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
পূর্বাভাসটি বর্তমান অবস্থা অনুযায়ী করা যা সময়,স্থান,গতি পরিবর্তন বা ত্রুটিপূর্ণ হতে পারে।
সৃষ্টিকর্তাকে স্মরণ করুন তিনি যেনো বড় ধরনের সমস্ত বিপদ থেকে সবাইকে রক্ষা করেন।
Post a Comment