চ্যাটজিপিটি থেকে নিখুঁত ফলাফল পেতে পর্যাপ্ত তথ্য ও সঠিকভাবে প্রশ্ন করার বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই চ্যাটজিপিটিকে আপনার কাজের যতটা সঠিক ও পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে পারবেন তত সফলভাবে কাজ করিয়ে নিতে পারবেন। সে ক্ষেত্রে যেকোনো কি-ওয়ার্ড, বাক্য কিংবা ছবি দিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য পোস্ট তৈরি, প্রতিষ্ঠানের বিজ্ঞাপন কিংবা পণ্যের বিবরণ—সবটাই করে নিতে পারেন সহজেই। তবে এত সব কিছু পেতে চ্যাটজিপিটিতে আপনাকে সঠিক শব্দ, কি-ওয়ার্ড কিংবা তথ্য প্রদান করাটা আপনার জন্য একান্ত অপরিহার্য।
আপনি একজন ব্যক্তিকে নিয়ে গল্প লিখিয়ে নিতে চাচ্ছেন চ্যাটজিপিটি থেকে। সে ক্ষেত্রে চ্যাটজিপিটিতে আপনাকে লিখতে হবে, ‘একজন ব্যক্তিকে নিয়ে ছোট একটি গল্প লেখ, যিনি সুপারপাওয়ারের অধিকারী।’
চ্যাটজিপিটি আপনার প্রশ্ন অনুযায়ী একটি গল্প দাঁড় করাবে। আপনি সেই গল্প পড়ে ফলোআপ প্রশ্ন করবেন, যেমন—‘সুপারপাওয়ার পেতে তার সামনে কি কোনো বাধা আসতে পারে?’ অথবা ‘সুপারপাওয়ারধারী মানুষটির আশপাশের সবাই বিষয়টি কিভাবে দেখবে?’ এভাবে আপনি দুর্দান্ত একটি গল্পের প্লট পেতে পারেন। যদিও চ্যাটজিপিটি শতভাগ নির্ভুল হতে পারেনি, সে ক্ষেত্রে আপনি যতটা নিখুঁত উত্তর চান সেটা না-ও পেতে পারেন।
চ্যাটজিপিটিতে গুগলের মতো তথ্য এখনো না থাকার কারণে মাঝেমধ্যেই বিভিন্ন বিষয়ে চ্যাটজিপিটিকে প্রশ্ন করলে ‘সরি’ শব্দটি শোনা লাগে। যেমন—আপনি যদি চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন Who is Vincent Terrasi? চ্যাটজিপিটির কাছে কোনো তথ্য পাওয়া যাবে না। সে ক্ষেত্রে Web chatgpt গুগল ক্রোমে প্লাগইন করে ব্যবহার করলে সহজেই বিভিন্ন প্রশ্নের শক্তিশালী কি-ওয়ার্ড পাওয়া যায়, যেসব কি-ওয়ার্ড খুব সহজেই চ্যাটজিপিটি শনাক্ত করতে পারে। Web chatgpt মূলত গুগল থেকে চ্যাটজিপিটির জন্য কাঙ্ক্ষিত শব্দ খুঁজে বের করে এবং ক্রোমে প্লাগইন করার সঙ্গে সঙ্গে চ্যাটজিপিটি বুঝতে পারে Vincent Terrasi-কে।
চ্যাটজিপিটিতে থাকা অ্যালগরিদমের কারণে একই প্রশ্নের উত্তর বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। তবে চ্যাটজিপিটি এখনো পুরোপুরি সৃজনশীলধর্মী হতে পারেনি এবং তথ্যের অপ্রতুলতার কারণে সঠিক তথ্য হাজির করতেও মাঝেমধ্যে অপারগ হয়। আর তাই চ্যাটজিপিটি থেকে মোটামুটি নির্ভুল উত্তর পেতে LLAMA, OPT, BLOOM, GPT3.5, বা Cohere টুল ব্যবহার করতে পারেন। এসব টুল থেকে প্রাপ্ত কি-ওয়ার্ড চ্যাটজিপিটির জন্য নিখুঁত প্রম্পট লিখতে সক্ষম।
Post a Comment