হ্যালো বন্ধুরা, ব্লগার বিডি ব্লগ সর্ম্পকে জানার আগ্রহের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এটি ব্লগারের নবাগত ব্লগিং ও সকল ধরনের নিত্য নূতন প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদানের স্বপ্ন নিয়ে আমি মোঃ হারুন-অর-রশিদ ও আমার ঘনিষ্ট চাচাতো বোন মোছাঃ আফছানা মিম মার্চ ২০২০, মাসের ১০ তারিখে সূচনা করি। দীর্ঘদিন যাবৎ আমি ও আমার চাচাতো বোন ব্লগিং এর সাথে সম্পৃক্ত ছিলাম। আমার চাচাতো বোনের পরামর্শে শেষ পর্যন্ত দু’জন মিলে সক্রিয়ভাবে প্রযুক্তি বিষয়ক এই ব্লগটি চালু করার সিদ্ধান্ত নেই। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে, আমাদের ব্লগে সব সময় নিত্য নূতন টিউটরিয়াল পাবেন যা হয়ত অন্য কোন বাংলা ব্লগে পাবেন না। বিশেষ করে ব্লগ ডিজাইন করা, ব্লগ এর জন প্রিয়তা বৃদ্ধি করা, ব্লগের রেংকিং বাড়ানো এবং কম্পিউটার বিষয়ক নানা জঠিল সমস্যার সমাধান এখানে পাবেন। সুতরাং ভাল মানের ব্লগিং ডিজাইন, ব্লগিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং প্রযুক্তি বিষয়ক নানান নূতন বিষয় তুলে ধরাই হলো এই ব্লগের মূল লক্ষ্য।
Post a Comment